রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মতলব উত্তরে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্প
মাহবুব আলম লাভলু ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মতলব উত্তরে শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

২৪ সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী ফ্রি চিকিৎসা কার্যক্রমে সেবা প্রদান করেন খ্যাতনামা ৬ জন চিকিৎসক । তারা হলেন জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন সহকারী অধ্যাপক ডাঃ মাহমুদুল হাসান কাফি, নিউরো সার্জন ডাঃ বশির আহম্মেদ খান, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সামছুদ্দোহা সরকার সঞ্চয়, প্রসূতি ও স্ত্রীরোগ বিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ রুবিনা বারী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আহসান উল্লাহ আল বাকী, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ নূরুল আমিন দিপু।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহকারী অধ্যাপক ডাঃ মাহমুদুল হাসান কাফি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দিন ৬ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।

ক্যাম্প পরিদর্শন করেন শরীফ উল্লাহ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সভাপতি মোঃ হারুন সরকার, অধ্যক্ষ শরীফ উল্লাহ, সমাজসেবক দাদন সরকার, শরীফ ওবায়েদ উল্লাহ বাদল, অ্যাডঃ শামীম আহমেদ ও অ্যাডঃ আব্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া উদ্দিন রাসেল সরকার, আবদুল গাফ্ফার নাঈম, সৈয়দ আহমেদ ও রিপন সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়