রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা
অনলাইন ডেস্ক

মেঘনা পাড়ের বাতিঘর বলে খ্যাত চাঁদপুর সরকারি কলেজে গতকাল ২৬ সেপ্টেম্বর রোববার বেলা ১২টায় একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জসিম উদ্দিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আলাউদ্দিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউএম হাসান শাহরিয়ার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান এবং আইসিটি বিষয়ে অভিজ্ঞ শিক্ষক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘চাঁদপুর সরকারি কলেজ’ নিয়ে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠির বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রদান এবং তথ্য শেয়ারের বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য সুস্পষ্ট এবং নিম্নরূপ : ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠি ‘চাঁদপুর সরকারি কলেজ’ নাম ব্যবহার করে বেশ ক’টি ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ খুলে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং শেয়ার করছে। এতে জনমনে তথা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে এবং কলেজ প্রশাসনের কাজের মারাত্মক ব্যাঘাত ঘটছে। তাদের এই উদ্দেশ্যমূলক এবং অনাকাক্সিক্ষত কাজের ফলে কোমলমতি শিক্ষার্থীদের মনে সংশয়ের সৃষ্টি হচ্ছে। যারা এমন জঘন্য কাজের সাথে যুক্ত, তাদেরকে ‘চাঁদপুর সরকারি কলেজ’ নাম ব্যবহার করে বা চাঁদপুর সরকারি কলেজ নিয়ে এ ধরণের অপপ্রচার চালাতে নিষেধ করা হলো। অন্যথায় কলেজ কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। তবে কারো কোনো তথ্যের প্রয়োজন হলে, দায়িত্বপ্রাপ্ত তথ্য প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করে তথ্য জেনে নেয়া, বিভাগীয় শিক্ষকবৃন্দের সাথে যোগাযোগ করে তথ্য জেনে নেয়া, কলেজ হটলাইন নাম্বারে যোগাযোগ করে তথ্য জেনে নেয়া এবং কোনো অভিযোগ, সমালোচনা বা সুপরামর্শ থাকলে অভিযোগ বক্সে তা জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব **** ছবি-১০

সাক্ষরতা দিবস উপলক্ষে চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব গত শনিবার চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে আসতে উদ্বুদ্ধ করতে কাপড়ের তৈরি উন্নতমানের মাস্ক (বার বার ব্যবহারযোগ্য) বিতরণ করেন। ছবিতে শিশু শিক্ষার্থীদের মুখে মাস্ক পরিয়ে দিচ্ছেন রোটারিয়ান ডাঃ মাসুদ হাসান এবং সাথে রয়েছেন ডাঃ রাশেদা আক্তার (ছবিতে সর্বডানে)। নিচে ক্লাব সভাপতি রোটাঃ মাহমুদা খানমসহ অন্য কর্মকর্তা ও অতিথিদের সাথে শিশু শিক্ষার্থীদের একাংশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়