প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত উক্ত ব্যাংকের চাঁদপুর জেলার সকল এজেন্ট ব্যাংকের আউটলেটের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালাটি হাজীগঞ্জ উপজেলার বাকিলা পশ্চিম বাজারস্থ আউটলেটের হলরুমে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের এসএভিপি ও এজেন্ট ব্যাংকের ডেপুটি হেড মোঃ ময়নাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশন হেড মোঃ ইসতিয়াক আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক এভিপি মোঃ আনোয়ার হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ মুজাম্মেল হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর বাজার আউটলেটের ওএম আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাকিলা আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সকল আউটলেটের এজেন্ট অপারেশন অফিসার ও ট্রেলারবৃন্দ।