প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোটারী ক্লাব অব হাজীগঞ্জে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন হাজীগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপগুলোর আইন-শৃঙ্খলা রক্ষা করা, সাউন্ড সিস্টেমকে সীমিত আকারে রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পূজা উদ্যাপনের জন্য মতবিনিময় সভায় ব্যাপক আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সঞ্জয় দাস, প্রবীর কুমার সাহা ফটিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা (মনা), সাংস্কৃতিক সম্পাদক মানিক রায় প্রমুখ।
সুখেন্দু রায় চৌধুরী সুন্টির সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলার ২৮টি পূজা মণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ শ্যামল সাহা, অ্যাডঃ সুমন দেবনাথ (রাজু), অমল ধর, সমীর বর্ধন, অজয় সরকার, সুজন দাসসহ ভক্তবৃন্দ।