প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
পরমারাধ্য গুরুদেব অখণ্ডমণ্ডললেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের শ্রী চরণাশ্রিত এবং অযাচক আশ্রম চাঁদপুরের স্বপ্নদ্রষ্টা কবিরাজ শ্রী সুখরঞ্জন ব্রহ্মচারীর প্রথম শ্রাদ্ধানুষ্ঠান আগামীকাল ২৭ সেপ্টেম্বর সোমবার শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জন্মস্থান অযাচক আশ্রম চাঁদপুরে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টায় শ্রী শ্রী অখণ্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় সমবেত উপাসনা, সোয়া ১০টায় ব্রহ্মগায়ত্রী জপ ও নীরব মহানাম জপযজ্ঞ, পৌনে ১১টায় জপ সমর্পন ও হরিওঁ কীর্ত্তন, সোয়া ১১টায় স্মৃতিচারণ সভা, দুপুর সাড়ে ১২ টায় দানপর্ব, দানপর্ব শেষে প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
তাঁর আত্মার চিরশান্তি কামনায় বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি কামনা করেছেন অযাচক আশ্রম চাঁদপুরের সেবক-সেবিকাবৃন্দ।