রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

হাঁটি হাঁটি পা পা করে মায়ের কাছে যখন খেলার জন্যে তাহিয়া যায় তখন সে দিব্যি সুস্থ। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাড়ির চারিদিকে হন্য হয়ে খুঁজতে শুরু করলো বাড়ির লোকজন। কিন্তু কিছুতেই তাহিয়াকে পাওয়া যাচ্ছিলো না। কিছুক্ষণ পর নিজ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেলো এক বছরের ছোট্ট তাহিয়াকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহিয়া হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পালিশারা গ্রামের মিজি বাড়ির ইসমাঈল হোসেনের ছোট মেয়ে।

নিহত তাহিয়ার মা জেসমিন বেগম কান্না জড়িত কণ্ঠে জানান, দুপুর থেকে তাহিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজাখুজির পর দুপুরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখেন। এলাকাবাসী উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাহিয়াকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক জানান, বেলা দুইটার পরে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে, তবে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু ততক্ষণে শিশুটির পরিবার লাশ নিয়ে বাড়ি চলে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়