প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মোহামেডান গোল্ডজীম গেটটুগেদার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী আয়োজন শেষে সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে। আমাদের সকলকে অবশ্যই শরীরের যত্নের প্রতি খেয়াল রাখতে হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিষ্ঠান। এ ক্লাবের জন্যে কাশেম ভাই, মুজিব খন্দকার, মিজান ভাইসহ যারা নিবেদিতপ্রাণ হয়ে প্রতিষ্ঠাকাল থেকে কাজ করে চলেছেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্রীড়া ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করে চলেছে, তেমনি সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও কাজ করে চলেছে।
অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুকে। চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল পৌরসভার গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় অবস্থান করায় পরবর্তীতে পৌর মেয়রকে সংবর্ধনা স্মারক তুলে দেয়া হবে বলে জানা গেছে।
সংক্ষিপ্ত আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তসলিম উদ্দীন, চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা, ক্লাবের গভর্নিং বডির সদস্য অ্যাডঃ দেবাশীষ করে মধু ও পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের গভর্নিং বডির সদস্য অ্যাডঃ মিজানুর রহমান। দিনব্যাপী মোহামেডান গোল্ডজীম গেটটুগেদার-২০২১-এর বর্ণাঢ্য আয়োজনে জীম সদস্য ও সদস্যাদের নিয়ে র্যাফেল ড্র ও ক্রীড়া আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিদের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হয়।