প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে ফরিদগঞ্জে অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের জন্যে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটুর সার্বিক সহযোগিতায় ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে এ সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, সাবেক পৌর প্রশাসক মোঃ শফিকুর রহমান পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম শেখ, যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির প্রমুখ।