প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
আমি মোঃ হামিদ, গ্রাম-মেনাপুর, পোঃ মেনাপুর, উপজেলা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর। আমার ছেলে মোঃ গোলাম রাব্বী (১৭) গত ২বছর পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে চাঁদপুর পরে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডাক্তারদেরকে দেখিয়েছি। সর্বশেষ গত ১১-০৯-২০২১খ্রিঃ ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশ দেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তার আশ্রাফুল আলম রিপোর্টগুলো দেখে বুকের বাল্ব নষ্ট হয়ে গেছে বলে জানান এবং আগামী ৩ মাসের মধ্যে অপারেশনের পরামর্শ দেন। আমার ভিটে বাড়ি ছাড়া কোনো সম্পদ নেই, যা বিক্রি করে আমার অসুস্থ ছেলেকে চিকিৎসা করানো সম্ভব নয়। আত্মীয় স্বজন ও এলাকার হৃদয়বান ব্যক্তিদের কিছু সহযোগিতায় গত ২ বছর চিকিৎসা চালিয়ে আসছি। গোলাম রাব্বী আমার একমাত্র ছেলে এবং আরও তিনটি মেয়ে রয়েছে। ছেলের চিকিৎসা ও মেয়েদের ভরণ-পোষণ করতে গিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ডাক্তার সময় মত অপারেশন করতে পরামর্শ দিয়েছেন। অপারেশন করতে প্রায় ছয় লক্ষ টাকার প্রয়োজন। সেটি আমার মতো দরিদ্র পিতার পক্ষে সম্ভব নয়। দেশের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে আকুল আবেদন, আমার একমাত্র ছেলেটির চিকিৎসা ও অপারেশনের জন্য সাধ্যমতো অর্থিক সাহায্য সহযোগিতা ও দোয়া করবেন-এটাই আশা, হৃদয়ের ব্যকুলতা।
অর্থ পাঠানোর ঠিকানা
আল-আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড
এজেন্ট ব্যাংকিং, রাজারগাঁও শাখা
হাজীগঞ্জ, চাঁদপুর।
হিসাব নং : ৯৯০১১৮৩০২৯১১৭
বিকাশ নম্বর : ০১৮৫৬৩৩২৬৭৭
জিডি ১২৩৩/২১