প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়ায় আধা কেজি গাঁজাসহ মোঃ ইউনুছ মিয়া (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে কচুয়া থানার এসআই মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাচার ইউনিয়নের সুয়ারুল দিঘির পশ্চিম পাড়ের আবুল মুন্সীর গাছ বাগানে অভিযান চালিয়ে তাকে আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইউনুছ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার তাকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।