প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবসহ মাদক বিক্রেতা মামুন হোসেন শান্তকে (২৫) গ্রেফতার করেছে।
২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এসআই শাহজাহান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন স্টেডিয়াম রোডস্থ আবুলের দোকানের সামনের গলিতে পাকা রাস্তার ওপর হতে ৩৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শান্তকে আটক করেন।
শান্ত নাজির পাড়ার (বকাউল বাড়ি রোড) আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।