রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

‘সরকারের বিধি-নিষেধ মেনেই আমরা উৎসব পালন করতে চেষ্টা করব’
স্টাফ রিপোর্টার ॥

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল চারটায় কালীবাড়ি মন্দিরে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি তপন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের মহিলা সম্পাদিকা কল্পনা সরকার। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহ-সভাপতি ও মতবিনিময় সভার সভাপতি তপন সরকার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় ২১১টি পূজামণ্ডপ। তার মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ৩৪টি পূজা মণ্ডপ। তবে কচুয়া উপজেলায় সবচেয়ে বেশি ৪১ টি পূজা মণ্ডপ। করোনায় আমরা অনেককেই হারিয়েছি। তাদের স্মরণে শোক প্রকাশ করা হয়েছে। গত বছর দুর্গা পূজার সময় করোনার কারণে জেলা প্রশাসনের সাথে জুমে সভা করেছি। করোনা এখনো চলমান আছে, তা কিন্তু কেটে যায়নি। প্রতিটি উপজেলা প্রশাসন পূজার আয়োজকদের নিয়ে সভা করবে। আপনারা ১ জন করে হলেও সেই সভায় আংশগ্রহণ করবেন।

তিনি বলেন, দীর্ঘদিন করোনা থাকার কারণে ধর্মীয় আচার-আচরণ ও অনুষ্ঠান কিছুটা বিঘ্নিত হয়েছে। এ বছর করোনা কিছুটা হ্রাস পেলেও সরকার কিন্তু করোনার বিধি নিষেধ প্রত্যাহার করেনি। সরকারের বিধিনিষেধ মেনেই এ বছরও শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল চারটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে আপনারা সভাপতি সেক্রেটারী উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মেনে যদি ২১১টি মণ্ডপের মধ্যে শতাধিক পূজা মণ্ডপও পূজার্চনা করে তাতেই আমাদের সার্থকতা।

সভায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র সাহা, পুরাণ বাজার রনজিত দাসের বাড়ি পূজা মণ্ডপের কল্পনা সরকার, গুহ বাড়ি পূজা কমিটির প্রদীপ গুহ, গোপাল চন্দ্র পাল, দুলাল চন্দ্র ঘোষ, রামকৃষ্ণ আশ্রমের শ্যাম সুন্দর মন্ডল, চাঁদপুর রামকৃষ্ণ আশ্রমের দেবেশ চন্দ্র সাহা দেবু, পুরাণবাজার ঘোষপাড়া দুর্গা মন্দির কমিটির জুয়েল কান্তি নন্দু, নতুনবাজার ঘোষপাড়া দুর্গা মন্দির কমিটির গৌতম ঘোষ, প্রতাপ সাহা রোডের দুর্গা বাড়ির মাখন দাস, শিলন্দিয়া পূজা কমিটির সুরঞ্জিত কর, পুরাণবাজার নবতারা পূজা কমিটির তিমির নাহা, পুরাণ বাজার কার্তিক সাহার বাড়ি পূজা মণ্ডপের পক্ষে রমেশ চন্দ্র সাহা, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মণ্ডপের যুবরাজ চন্দ্র দাস, শিলন্দিয়া নান্টু দের বাড়ি পূজা মণ্ডপের অঞ্জন দে, দামোদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মণ্ডপের সুভাষ সরকার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়