প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের তিন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। শিক্ষার্থীরা হচ্ছে একাদশ শ্রেণির আকলিমা আক্তার (১৭), দ্বাদশ শ্রেণির জান্নাত আক্তার (১৭) ও ফাতেমা আক্তার নিশি (১৮)।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে জানান, সরকারি নির্দেশনা মেনে আমরা প্রতিদিন শিক্ষার্থীদের তাপমাত্রা মেপে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করাচ্ছি। কারো তাপমাত্রা বেশি হলেই ওই শিক্ষার্থীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান পরিচালনা করা হচ্ছে। কলেজ ছাত্রীনিবাসে উঠতে ইচ্ছুক এমন ৫০ জন শিক্ষার্থীর করোনা পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৩ শিক্ষার্থীর করোনা রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। বুধবার উক্ত ৩ শিক্ষার্থীর করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তাদের অভিভাবকদের কলেজে ডেকে এনে তাদের হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার জন্যে বলা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেতনতা রক্ষা করে আসছি।