শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

চাঁদপুরের রাজনীতিতে জাতীয় পার্টি জেলাবাসীকে চমক উপহার দিবে
গোলাম মোস্তফা ॥

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে চাঁদপুরের রাজনীতিতে জাতীয় পার্টিকে আমূল পরিবর্তনের মধ্য দিয়ে নতুনভাবে গড়ে তোলা হবে। শুধু তাই নয়, চাঁদপুরের রাজনীতিতে জাতীয় পার্টি জেলাবাসীকে চমক উপহার দিবে। তাই দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া গতকাল ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের ষোলঘরস্থ অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’ অ্যাসোসিয়েট চেম্বারে জাতীয় ছাত্রসমাজ চাঁদপুর জেলা শাখার নবঘোষিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ শরীফ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রহমানের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ আঃ লতিফ শেখ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাহআলম মিজি, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ নান্নু ভূঁইয়া, জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক গোলামুন্নবী লিটন, সদস্য সচিব মোঃ হান্নান ঢালী, জেলা ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা ছাত্রসমাজের সভাপতি জহিরুল ইসলাম জহির, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রসমাজ নেতা তানভীর হাসান, মতলব উত্তর উপজেলার ছাত্রসমাজ নেতা রুবেল মিয়া প্রধান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়া আরো বলেন, দেশের ছাত্র রাজনীতির অতীত ইতিহাস ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে জাতীয় ছাত্রসমাজকে আদর্শিক রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করতে হবে।

কারণ, ছাত্র রাজনীতির নামে বর্তমানে অছাত্রদের হাতে নেতৃত্ব দেয়ার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আধিপত্য বিস্তার করতে গিয়ে অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত থাকায় ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন না করে তাদের আধিপত্য বিস্তারে এখন ছাত্র নেতারা ব্যস্ত থাকে।

তিনি জাতীয় ছাত্রসমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্র্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় ছাত্রসমাজ হলো দেশের ছাত্র রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে একমাত্র আদর্শিক সংগঠন। তাই জাতীয় ছাত্রসমাজের নেতাদের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি আদায় বা কল্যাণে কাজ করবে এবং ছাত্র রাজনীতির অতীত ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণœ রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়