শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

৩৫ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক বিতরণ
মিজানুর রহমান ॥

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুরের ৩৫টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে চাঁদপুর জেলা মহিলা বিষয়ক কার্যালয়। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ অনুদানের চেক প্রদান উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা।

ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। আর এই মূল অনুষ্ঠানটিতে ঢাকাতে সভাপতিত্ব করেছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রামচন্দ্র দাস। এদিন দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে চাঁদপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেতৃবৃন্দের মাঝে প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদা আক্তার।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত) আমেনা বেগম, হাইমচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল প্রমুখ।

এ ব্যাপারে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত) আমেনা বেগম জানান, আমরা ‘সোনালী সুদিন মহিলা কল্যাণ সংস্থা’ এবং ‘নবারুণ মহিলা উন্নয়ন সংস্থা’কে পৃথকভাবে বিশেষ অনুদানে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছি। এছাড়া এদিনে চাঁদপুর সদরে ৯টি, ফরিদগঞ্জে ৫টি, হাজীগঞ্জে ১টি, শাহরাস্তির ৩টি, কচুয়ার ১০টি, মতলব উত্তরের ২টি, মতলব দক্ষিণের ৩টি এবং হাইমচরের ২টি সমিতিসহ মোট ৩৫টি সমিতিকে সর্বমোট ১১ লক্ষ ৪৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়