প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০
মতলব উত্তর থানার ওসির সাথে
বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দের সাক্ষাৎ
বাংলাদেশ খেলাফত মজলিস মতলব উত্তর উপজেলা শাখার নেতৃবৃন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ১ অক্টোবর মঙ্গলবার মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সভায় দেশের চলমান প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মাওলানা সফিউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাহিদ, সহ-সাংগঠনিক মাওলানা আবু রায়হান, প্রচার সম্পাদক মাওলানা দিন ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা জসিম, মাওলানা আশিক, মাওলানা মিজানসহ আরো অনেকে।
এ সময় খেলাফত মজলিস নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার নিয়ে আমরা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বসবাস করবো। দেশের মানুষের শান্তি এবং নিরাপত্তার জন্যে আইন-শৃঙ্খলা বাহিনী প্রয়োজন রয়েছে। এজন্যে প্রত্যেক নাগরিকের উচিত সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা। আপনারা যারা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা ন্যায়- নীতিতে অটুট থেকে দায়িত্ব পালন করবেন। মতলব উত্তর উপজেলায় শান্তি এবং সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। যারা প্রকৃত অপরাধী অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবেন। তবে কোনো নিরাপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন।