প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
কচুয়া উপজেলায় জাতীয় মানবিধকার সোসাইটির কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার কচুয়া পৌরসভার তালুকদার সুপার মার্কেটের কচুয়াবার্তা কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। আহ্বায়ক আলমগীর তালুকদারের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে আগামী দু’বছরের জন্যে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, সহ-সভাপতি কামাল হোসেন অন্তর ও সোলাইমান মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মোঃ ইয়াছিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম দিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সিকদার, সমাজ কল্যাণ সম্পাদক মাসুদুল হাসান পাটওয়ারী, কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী, নারী কল্যাণ সম্পাদক ডাঃ হাওয়া আক্তার, ছাত্র কল্যাণ সম্পাদক মেহেদী হাসান সাকিব, কার্যনির্বাহী সদস্য আহসান হাবীব সুমন, মোরশেদ আহমেদ সুমন ও মোঃ জামাল হোসেন।