প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে পুলিশ সুপারের পূজামণ্ডপ পরিদর্শন
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব ফরিদগঞ্জ উপজেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলা সদরস্থ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরস্থ দুর্গাপূজামণ্ডপে এসে পূজার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদুল হক চৌধুরী, ফরিদগঞ্জ থানার ওসি হানিফ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির কমিটির সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পরেশ চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবি দাস প্রমুখ।
এর আগে পুলিশ সুপার আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, এবছর ফরিদগঞ্জে ২১ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।