প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে চরমোনাইর নমুনায় মাহফিল বাস্তবায়নে পরামর্শ সভা
বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর পুরাণবাজার স্টার আলকায়েদ জুট মিলস্ সংলগ্ন বালুর মাঠে চরমোনাইয়ের নমুনায় তিনদিন ব্যাপী মাহফিল বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর বিপণীবাগ মাহফিলের অস্থায়ী কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাহফিলের প্রচারপত্র, আনুষ্ঠানিক প্রচারণা, ওলামায়ে কেরামদের বয়ান সিডিউলসহ গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ হয়েছে। মাহফিল উপলক্ষে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সফর এবং কাফেলাভিত্তিক মাহফিলে উপস্থিত হওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। চাঁদপুরের সকল শ্রেণী-পেশার মানুষকে মাহফিলে দাওয়াতের আওতায় আনার ব্যাপারেও আলোচনা হয়। মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ মুহাম্মদ জয়নাল আবদীনের সঞ্চালনায় কমিটির অন্যান্য দায়িত্বশীল মাহফিলের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।