প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে ৮০ টাকায় মিলছে ২৫টি পোনা মাছ!
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ পৌরসভার সম্মুখে বিভিন্ন জাতের পোনা মাছ নিয়ে বসে থাকতে দেখা যায় কয়েকজন মাছ ব্যবসায়ীকে। বিভিন্ন প্রজাতির এসব পোনামাছের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। যার প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০টি পোনা মাছ। এসব মাছ বিক্রির সময় কথা হয় মাছ বিক্রেতাদের সাথে। তারা জানান, বন্যার পানি ক্রমাগত কমার পর পোনা মাছগুলো প্রচুর পরিমাণে ধরা পড়ছে। পানি কমে যাওয়ার কারণে পুকুর ও খালে জাল ফেললেই বা বিভিন্ন স্থানের বেল জালে ধরা পড়ছে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল, মৃগেলসহ পোনা মাছ।
তারা বলেন, বন্যার সময় এসব মাছ পুকুর ও ঘের থেকে বের হয়ে গিয়েছিল।