শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

কচুয়ায় তাফসীরুল কুরআন নাহফিল

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় তাফসীরুল কুরআন নাহফিল

পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষ্যে কচুয়ায় তাফসীরুল কুরআান মহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার কচুয়া ডাকবাংলো ঈদগাহ মাঠে জামায়াতে ইসলামী কচুয়া পৌর শাখার আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে দ্বীন ইসলাম সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মুফাচ্ছিরে কোরআন মাওলানা আবু নছর আশরাফী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। বিশেষ আলোচক ছিলেন উজানী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল কুদ্দুছ মিয়ার সভাপতিত্বে ও জামায়াতের কর্মী হাফেজ মোঃ ফরহাদ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কচুয়া শাখার সভাপতি অ্যাডঃ আবু তাহের মেসবাহ, সাবেক সভাপতি খন্দকার মাওলানা হারুনুর রশীদ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জাকিরুল্লাহ শাজুলী, জামায়াতে ইসলামী কচুয়া শাখার আমির মাওলানা আমিনুল হক আজহারী, তানজিমুল উম্মা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নূর উদ্দিন আল আজাদ, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

মাহফিলে কচুয়া উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান, জামায়াত নেতা মফিজুর রহমান, ওয়ালী উল্লাহসহ ইসলামী ছাত্র শিবির ও মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়