রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
  •   এক বছরের মধ্যে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা
  •   হাজীগঞ্জের সকল মৃত্যুর খবরই গুজব!
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে মাছের ঘেরে রাস্তা নষ্ট হওয়ায় মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে মাছের ঘেরে রাস্তা নষ্ট হওয়ায় মানববন্ধন

উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা কাদির পাটওয়ারী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদগামী সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রূপসা কাদির পাটওয়ারী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদগামী সড়কটি অতি গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে সাধারণ পথচারী ছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না করা এবং অপরিকল্পিত মাছের ঘেরের কারণে ভেঙ্গে যাচ্ছে সড়কটি। উপরন্তু পুকুর ড্রেজিং করার কারণে এই সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পায়ে হেঁটে কোনোভাবে চলাচল করতে পারলেও যানবাহন নিয়ে চলাচল করতে হলে জীবনের ঝুঁকি নিতে হয়। এতে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. হারুনুর রশিদ, শাহজাহান, জাকির হোসেন টেলু, তানভীর আহমেদ জিসান ও রফিকুল ইসলাম পাটওয়ারী। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়