শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে বিদ্যুতের লাইনের ওপর হেলে পড়েছে ব্যাংকের টাওয়ার ॥ ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তিতে বিদ্যুতের লাইনের ওপর হেলে পড়েছে ব্যাংকের টাওয়ার ॥ ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন

শাহরাস্তিতে বিদ্যুতের লাইনের ওপর হেলে পড়েছে ডাচবাংলা এটিএম বুথের টাওয়ার। এতে সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শাহরাস্তি উপজেলা সদর এলাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ বৃষ্টি ও হালকা বাতাস শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথের টাওয়ারটি বিদ্যুতের লাইনের উপর হেলে পড়ে। এরপর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজার, মেহের কালীবাড়ি ও উপজেলা সদর এলাকার।

শাহরাস্তি উপজেলার ব্যস্ততম এলাকাগুলোতে বিদ্যুৎ না থাকায় ব্যবসা-বাণিজ্য সহ সকল ক্ষেত্রে ভোগান্তিতে পড়ে জনগণ।

উপজেলা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মোঃ সালাউদ্দিন জানান, ডাচবাংলা ব্যাংকে কর্তৃপক্ষকে সংবাদ দেয়া হয়েছে। ঢাকা থেকে তাদের লোকজন আসার পর টাওয়ারটি সরিয়ে নেয়া হবে। এদিকে ব্যবসায়ীদের চাপের মুখে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। বেলা তিনটায় এজিএম সালাউদ্দিন আবারো জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত ও ব্যবসায়ী নেতা আক্তার হোসেন পাটোয়ারীর সহযোগিতা নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় টাওয়ারটি সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়। এজন্যে তিনি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সহযোগিতা কামনা করে ঘটনাস্থলে আসার আহ্বান জানান। যদিও প্রেসক্লাবের নেতৃবৃন্দ দুপুর ২টা থেকে ঘটনাস্থলে অবস্থা করেন। বেলা সাড়ে ৩টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টাওয়ারটি সরিয়ে নেয়ার কাজ শুরু করেন। বিকেল ৫টায় বিদ্যুতের লাইনের ওপর থেকে টাওয়ারটি সরিয়ে নেয়া সম্ভব হয়। সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়