মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনকল্পে মিলাদ ও আলোচনা সভা

অনলাইন ডেস্ক
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনকল্পে মিলাদ ও আলোচনা সভা

১৬ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনকল্পে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার এবং নাত-ই-রসুল পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে সায়েরা। কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুননাহারের সঞ্চালনায় নবীজীর জীবনী ও কর্মের উপর বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মাসুদ হোসেন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ রিয়াজ উদ্দিন, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ এনামুল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, নবীজীর নূরের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়েছিল। তাঁর উপরই নাজিল হয়েছিল আসমানি গ্রন্থ পবিত্র আল-কোরআন। তিনি এসেছেন আল্লাহর পক্ষ থেকে হেদায়াতের আলো হয়ে। তিনি ছিলেন সত্যবাদী তথা আল-আমিন। রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য নিয়ে আসেন পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মকে অনুসরণ করে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা করছি।

এ দিন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় হযরত মোহাম্মদ (সাঃ)-এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেডক্রিসেন্ট, গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য প্রদান করছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান।

চাঁদপুর সরকারি মহিলা কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)-এর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়