প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:১২
নকলনবিশদের কর্মবিরতি।। ভোগান্তিতে সাধারণ জনগণ
সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার সকল উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বৈষম্যের শিকার নকলনবিশদের চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে দীর্ঘ দেড় মাস যাবত চলছে কর্মবিরতি। প্রতিদিন কর্মবিরতির পাশাপাশি চলে মানববন্ধন, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি। সে ধারাবাহিকতায় নকলনবিশ অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে চাঁদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সম্মুখে কর্মবিরতির পাশাপাশি সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান খান, প্রচার সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক সালমা খান প্রমুখ।
|আরো খবর
সমাবেশে চাঁদপুর জেলা শাখার নকলনবিশের সকল সদস্য উপস্থিত ছিলেন।
কর্মবিরতি পালন বিষয়ে নকলনবিশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, আমাদের চাকুরি জাতীয়করণের দাবিতে সারাদেশের নকলনবিশগণ ২০ অক্টোবর থেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় সকল নকলনবিশ একত্রিত হয়ে দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই আন্দোলনে চাঁদপুর জেলা শাখার মাধ্যমে শরিক হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। সারাদেশের নকলনবিশ একত্রিত হয়ে ঢাকা প্রেসক্লাবের সামনে এই আন্দোলন চলমান রেখেছে। পাশাপাশি দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলন চলমান রয়েছে।
তিনি আরো বলেন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমাদের চাকুরি জাতীয়করণের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, ব্রিটিশ আমল থেকেই ভূমি অফিসগুলোতে নকলনবিশরা কাজ করে যাচ্ছেন। প্রতিটি সরকারই আমাদের চাকুরি স্থায়ীকরণের আশ্বাস দিয়ে প্রতারণা করেছে। কিন্তু কেউ আমাদের কথা রাখেনি। এমতাবস্থায় দেশজুড়ে কর্মরত সব নকলনবিশ একত্রিত হয়ে এই দাবি আদায়ে রাজপথে নেমেছে। আমরা আর কোনো আশ্বাস চাই না। এবার দাবি বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।