প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২০:২৪
গল্লাক ডিগ্রি কলেজে নতুন সভাপতির মতবিনিময় সভা

ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি মাহবুব মোরশেদ কচি কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং মিষ্টিমুখ করেছেন। সোমবার (১৮ নভেম্বর) কলেজ ক্যাম্পাসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে নবনির্বাচিত সভাপতি মাহবুব মোরশেদ কচি, বিদ্যোৎসাহী সদস্য এরশাদ মাহমুদ, শিক্ষক প্রতিনিধি ড. আতিকুল ইসলামসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নবনির্বাচিত সভাপতি মাহবুব মোরশেদ কচি বলেন, আমরা কলেজ গভর্নিং বডির দুটি সভা করেছি। একটিতে আমি ছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদ ও বিদ্যোৎসাহী সদস্য এরশাদ মাহমুদ উপস্থিত ছিলেন। এটি কলেজ অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অপরটি আমার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে উক্ত তিনজন ছাড়াও শিক্ষক প্রতিনিধি ড. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে সোমবার সকালে মতবিনিময় ও মিষ্টিমুখ করা উপলক্ষে গল্লাক কলেজ ক্যাম্পাসে বিএনপি নেতা-কর্মীদের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।