রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৮:১৫

গৃদকালিন্দিয়া কলেজের অনিয়ম ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

গৃদকালিন্দিয়া কলেজের অনিয়ম ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে এবং তা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার (১৭ নভেম্বর) কলেজ চত্বরে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অভিভাবক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপি নেতা এ এম টুটুল পাটওয়ারী, বিএনপি নেতা জামাল খান, আলমগীর হোসেন রিপন, আব্দুল কাদির, সোহেল খান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও এই কলেজ থেকে এখনো তা দূর হয়নি। বিগত সময়ে এই কলেজ ফান্ড থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কলেজ প্রতিষ্ঠায় সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদের অবদানকে মুছে ফেলা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে। সর্বশেষ জনগণের দাবি উপেক্ষা করে কৌশলে কলেজ গভর্নিং বডির এডহক কমিটি অনুমোদন করিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা এসব অনিয়ম, দুর্নীতি ও কূট কৌশলের প্রতিবাদে মানববন্ধনে দাঁড়িয়েছি। অনতিবিলম্বে এসবের সঠিক তদন্ত এবং কমিটি বাতিল পূর্বক জনগণের দাবি অনুযায়ী নুতন কমিটি গঠনের দাবি জানাচ্ছি। না হলে আমরা আন্দোলন অব্যাহত রাখবো এবং কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবো।

পরে আন্দোলকারীরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি সাহার সাথে কলেজে গিয়ে এসব বিষয়ে তাদের দাবি জানান এবং দ্রুত বাস্তবায়নের জন্যে অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়