বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুরে রিকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

শামীম হাসান ॥
চাঁদপুরে রিকের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার ১৫ সেপ্টেম্বর দুপুর থেকে ফরিদগঞ্জের কাছিয়াড়া এলাকার ফরিদগঞ্জ শাখা অফিস থেকে ৩২০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রিকের চাঁদপুর এরিয়া ম্যানেজার মোশারফ হোসেনের নির্দেশক্রমে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাহারাস্তি এরিয়া ম্যানেজার মোক্তার হোসেন, ফরিদগঞ্জ শাখা ব্যবস্থাপক ইব্রাহীম শেখ, শাহরাস্তি শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ শাখার হিসাবরক্ষক প্রান্ত দাস, ক্রেডিট অফিসার হাছান আহমেদ ও স্বজল আহমেদ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো এক কেজি চাল, এক লিটার তেল, আড়াই কেজি আটা, এক কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, একশ গ্রাম করে হলুদ ও মরিচের গুঁড়া, এক কেজি লবণ, একটি সাবান, মোম, স্যানিটারি ন্যাপকিন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্যারাসিটামল ঔষধ, গ্যাস লাইট ও কয়েক প্রকার সামগ্রী। সংস্থাটির কর্মকর্তারা জানান, আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ ধারাবাহিক ভাবে চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়