শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে সেবা ফাউন্ডেশনের আলোচনা সভা ও শিক্ষার্থী সংবর্ধনা

ঘরে বাইরে হিন্দু-মুসলিম সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

-----শিক্ষাবিদ ইমরান হোসাইন পাটওয়ারী

শামীম হাসান ॥
ঘরে বাইরে হিন্দু-মুসলিম সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

‘আমরা সবাই ভাই ভাই / সাম্য-শান্তির সমাজ চাই’ এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভার আয়োজন করেছে সেবা ফাউন্ডেশন ফরিদগঞ্জ। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনীয়া গুদারাঘাট বাজারে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক ও সমাজসেবক জসিম ডাক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ইমরান হোসাইন পাটওয়ারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতা প্রদর্শন নয় বরং মানবিকতা অর্জন করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে ঘরে বাইরে হিন্দু-মুসলিম সকলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সুশিক্ষায় গুরুত্বারোপ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈতিকতা ও শৃঙ্খলা চর্চার কেন্দ্রে পরিণত করতে হবে। কাজের ফলস্বরূপ একটি গোষ্ঠী স্বৈরাচার উপাধি পেয়েছে। তাদের সাথে আমাদের কাজের পার্থক্য না থাকলে আমাদেরকেও ফলাফল ভোগের জন্যে প্রস্তুত থাকতে হবে। বিবেকের রায় অনুসারে সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসী চর্চা প্রতিষ্ঠিত হলেই আমাদের সমাজ আলোকিত হবে।

সভায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ও ফরিদগঞ্জের কৃতী সন্তান ডাঃ মোঃ আবু ইউসুফ, চাঁদপুর জজকোটের আইনজীবী মুসলিম মিয়াজী, রাজনীতিবিদ আব্দুল হান্নান পাটওয়ারী, আলেম মাওলানা মোঃ ইউনুস হেলাল ও শিক্ষক বিপ্লব চন্দ্র দাস।

অনুষ্ঠানে আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের মধ্য থেকে বক্তব্য রাখেন শামীম হাসান, সোহেল আহমদ, আতিক হোসেন, আরাফাত হোসেন হৃদয়, আনিস হোসেন, শাহাদাৎ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়