প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চাঁদপুরে বন্যার্তদের মাঝে উপহার বিতরণ করে গেছেন নায়ক ইমন ও নায়িকা মিম
চাঁদপুরে বন্যার্তদের মাঝে উপহার বিতরণ করার জন্যে ছুটে আসেন নায়ক ইমন ও নায়িকা মিম। তারা দিনভর (৯ সেপ্টেম্বর) সাধারণ মানুষের মাঝে উপহার বিলি করেছেন।
জানা গেছে, মূলত তারা শাকিব খানের পক্ষ থেকে ত্রাণের ট্রাক নিয়ে হাজির হন চাঁদপুরে। শাকিব, ইমন কিংবা মিমণ্ডতারা কেউই ব্যক্তিগতভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন না। পুরোটাই হচ্ছে রিমার্ক হারল্যান-এর উদ্যোগে। যে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক শাকিব খান, এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন ইমন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম।
সেই সূত্রেই সোমবার (৯ সেপ্টেম্বর) ইমন ও মিম চাঁদপুর গিয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার পানি বিরাজ করছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাইমচরের কিছু এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে গেলেও এসব এলাকায় মানুষ কষ্টে দিন পার করছেন। এ কারণে এসব অঞ্চলের কয়েক হাজার মানুষকে সহায়তা দেয়া হয়েছে ইমন-মিমের মাধ্যমে।
রিমার্কের পক্ষ থেকে ইমন জানান, ‘মানুষের কল্যাণে বরাবরই কাজ করছে রিমার্ক হারল্যান। তারই ধারাবাহিকতায় এই ত্রাণ বিতরণ।’