প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হাইমচরে পানিবন্দি মানুষের মাঝে জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী বিতরণ
হাইমচর উপজেলার পানিবন্দি মানুষের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১১ সেপ্টেম্বর বুধবার সকালে হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী জসিম উদ্দিন। আরো উপস্থিত ছিলেন ২নং উত্তর আলগী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ওমর ফারুক ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নেই, কেননা আমরা সবাই মিলেই বাংলাদেশী। তিনি বলেন, বাংলাদেশের অগ্রগতির জন্যে সৎ মানুষের বিকল্প নেই। আগামীর নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সৎ মানুষকে এগিয়ে নেয়ার জন্যে সকলের কাছে অনুরোধ জানান। তিনি বলেন, সৎ নেতৃত্ব নির্বাচিত করতে পারলে মানুষের হক মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে যাবে আর জামায়াতে ইসলামী তার প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত মানুষের পাশে থেকে ইনসাফ ভিত্তিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে জামাতে ইসলামীর পাশে থেকে কাজ করার জন্যে সকলের প্রতি তিনি আহ্বান জানান।
২নং উত্তর আলগী ইউনিয়নে ৪টি গ্রামে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে পানিবন্দি হয়ে কমলাপুর এবং ভিঙ্গুলিয়া গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। অনুষ্ঠানে হাইমচর উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।