প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
হাজীগঞ্জ ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ এমএ ইসলাম সুমন বিসিএস ক্যাডার ৬ষ্ঠ গ্রেডে সরাসরি কনসালটেন্ট এনেস্থেসিয়া হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি হাজীগঞ্জের ভিআইপি হাসপাতাল ও আরিয়ানা হাসপাতাল নামে ২টি হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এর পূর্বে তিনি হাজীগঞ্জ শাহমিরান হাসপাহালের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিলেন।
ডাঃ এমএ ইসলাম সুমন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে ‘ডিএ’ কোর্স সম্পন্ন করেন। তিনি একজন পেইন মেডিসিন বিশেষজ্ঞ। কর্মক্ষেত্রে সফলতার জন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।