রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবি ও শিক্ষক-কর্মচারীর উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

হাজীগঞ্জ বুূরো ॥
হাজীগঞ্জে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবি ও শিক্ষক-কর্মচারীর উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রধান শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবি এবং শিক্ষক-কর্মচারীর উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। ২৭ আগস্ট মঙ্গলবার হাজীগঞ্জের ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা যৌথভাবে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়।

ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর ব্যানারে অধ্যয়নরত শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীর ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় নানা শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে সড়কে মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষক-কর্মচারীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দাপট দেখিয়ে কিছু লোক আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষকের (জোৎস্না আক্তার) রুমে তালা দেয়। এর মধ্যে দুই ব্যক্তি সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানকে লাঞ্ছিত করে। আমরা এর বিচার চাই এবং প্রধান শিক্ষককে স্কুলে দেখতে চাই। অবিলম্বে প্রধান শিক্ষকের রুমের তালা খুলে দিতে হবে উল্লেখ্য করে শিক্ষার্থীরা আরও বলেন, এতোদিন স্কুল যেভাবে চলেছে, এখনও সেভাবে চলবে। প্রধান শিক্ষককে সুশৃঙ্খলভাবে এবং সম্মানের সাথে স্কুলে আনতে হবে। সহকারী প্রধান শিক্ষকের (মিজানুর রহমান) কাছে ক্ষমা চাইতে হবে। আমরা স্কুলে কোনো বহিরাগতদের দেখতে চাইনা।

উল্লেখ্য, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে কিছু লোক গত ২৫ আগস্ট রোববার বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। ওই সময়ে প্রধান শিক্ষকের রুমে তারা তালা দেয়। ওইদিন বিক্ষোভকারীরা সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে অশালীন আচরণ করে। সে দৃশ্যের ভিডিও ফেসবুকে চলে যায়।

এ ঘটনায় বিদ্যালয়ের অধ্যয়নরত এবং সাবেক শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্ররা ক্ষুব্ধ হয়ে ওঠে। এরই জের ধরে গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক জোৎস্না আক্তারের রুমের তালা খুলে দিয়ে তাঁকে বিদ্যালয়ে সসম্মানে নিয়ে আসা এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে অধ্যয়নরত ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়