শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০

বাংলাদেশে পাঁচ আগস্টের গণঅভ্যুত্থান ভারত সহ্য করতে পারেনি : নাছির

নোয়াখালী প্রতিনিধি ॥
বাংলাদেশে পাঁচ আগস্টের গণঅভ্যুত্থান ভারত সহ্য করতে পারেনি : নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, বাংলাদেশে পাঁচ আগস্টের গণঅভ্যুত্থান পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ্য করতে পারেনি। তাই তারা এই দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের যে বাঁধ ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা এগুলো খুলে দিয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের উত্তর সুন্দলপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান নদীর আন্তঃসংযোগে যদি কোনো বাঁধ থাকে, যখন সেই বাঁধ ছেড়ে দিবে, তখন অন্য দেশকে জানাতে হবে। এটি হচ্ছে আন্তর্জাতিক আইনের একটি ব্যাখ্যা। তারা এদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে বাঁধগুলো খুলে দিয়েছে। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমরা মনে করছি।

নাছির আরও বলেন, এটি একটি প্রাকৃতিক বিপর্যয়ের সাথে একটি রাজনৈতিক বিপর্যয়। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এর সংকুলান করেছে। বিএনপি যে কোনো সময় এই দেশের মানুষের জন্যে ও তাদর ভাগ্যোন্নয়নে সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে কাজ করে। বিএনপি মানুষের বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর ঐতিহ্য রয়েছে। আমরা সেটি করছি।

এ সময় তার সাথে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়