প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
ফরিদগঞ্জ উপজেলায় টানা বর্ষণে মারাত্মক জলাবদ্ধতা ও উপজেলার বিভিন্ন স্থানে বন্যা সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবন্দী, নৌকা করে বিভিন্ন এলাকা থেকে আশ্রয় কেন্দ্র আসছে মানুষ। উপজেলায় প্রায় ১২টি আশ্রয়কেন্দ্রে ৬ শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে।
২৭ আগস্ট মঙ্গলবার বেলা ১২টায় ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন শাহী বাজারে লায়ন আল-আমিন ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য লায়ন আল-আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ আবুল কালাম আজাদ, ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন মিজি, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাসার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি লায়ন আল আমিন বলেন, ফরিদগঞ্জের সকল বিত্তবান ব্যক্তি বন্যাদুর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি আমার সামর্থ্য অনুযায়ী ধারাবাহিকভাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবো।
উল্লেখ্য, লায়ন আল-আমিন ফাউন্ডেশনের পক্ষে ১৫টি ইউনিয়ন ও পৌরসভার বন্যাদুর্গত পানিবন্দি ১৭০০ পরিবারের মাঝে ধারাবাহিকভাবে বিতরণ করা হবে।