প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য
খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার অর্থ সংগ্রহ
ফেনী, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্যে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে ব্যাপক পরিকল্পনা ও অর্থ সংগ্রহ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ফারুক মুহাম্মদ নোয়াইম, মাওঃ কবির আহমেদ, খেলাফত মজলিস শহর শাখার সভাপতি সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মাওঃ রফিকুল ইসলাম, ছাত্র মজলিসের জেলা সভাপতি সাইফুদ্দিন আহমেদ, শহর ছাত্র মজলিসের সভাপতি আব্দুল্লাহ, জেলা যুব মজলিসের সভাপতি মাওঃ মিজানুর রহমান, কামাল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ শহরবাসীকে সর্বাত্মক মানবিক সহযোগিতার জন্যে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান। তারা বলেন, ভয়াবহ বন্যা কবলিত আমাদের দেশের কয়েকটি জেলার মানুষ। বিশেষ করে ফেনী জেলায় বন্যায় নেমে এসেছে অন্ধকারের ছায়া। তলিয়ে গেছে ঘর-বাড়ি, দোকানপাট। খাবারের অভাবে রয়েছে লাখ লাখ মানুষ। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নিতে পারছে না আশ্রয়। এমতাবস্থায় সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ। গত ২৪ আগস্ট থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে।