রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০০:০০

পানি ডিঙ্গিয়ে মাথায় বহন করে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন অ্যাডঃ আব্বাস

নুরুল ইসলাম ফরহাদ ॥
পানি ডিঙ্গিয়ে মাথায় বহন করে ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিলেন অ্যাডঃ আব্বাস

ঢাকা ট্যাক্সেসবারের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি, চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দল- বিএনপির অন্যতম সদস্য, আব্বাস উদ্দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্বাস উদ্দিন ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার পানিবন্দী প্রায় সাড়ে সাতশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে উপজেলাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। হতদরিদ্র এবং নিম্ন আয়ের মানুষ, সেই সাথে যাদের ঘরে পানি প্রবেশ করে মানবেতর জীবন-যাপন করছে, তাদের বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন সমাজসেবক আব্বাস উদ্দিন। নিজে পানি ডিঙ্গিয়ে মাথায় ত্রাণ সামগ্রী বহন করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। তাঁর এমন মানবিকতা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে। তাঁর দেয়া খাদ্য সামগ্রীর মধ্যে আছে: চাল ৫ কেজি, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি পেঁয়াজ। প্রথম পর্বে তিনি ৭৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। তাঁর এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

ত্রাণ বিতরণকালে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নির্দেশে আমি এলাকার মানুষের পাশে দাঁড়াতে ছুটে এসেছি। আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করবেন। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে। যারা আজ পাননি তারা আমার লোকদের সাথে যোগাযোগ রাখবেন।

২৬ আগস্ট সোমবার ফরিদগঞ্জ পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ড, ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রাম, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ, চরমঘুয়া, পক্ষিয়ারচর, গৃদকালিন্দিয়া, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া, দক্ষিণ চর বড়ালী ও উত্তর চর বড়ালী, ১১নং চরদুঃখিয়া ইউনিয়নের সন্তোষপুর, এখলাশপুর ও বিরামপুর এলাকায় তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ফরিদগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুবদল নেতা মোঃ মমিনুল ইসলাম মমিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সমাজকল্যাণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী সদস্য মোঃ সোহেল আলম, ফরিদগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর খদেজা বেগম, ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, উপজেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আমিন কবির, ফরিদগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুস সালাম, পৌর ছাত্রদল নেতা মোঃ শ্রাবণ, মাহফুজুল হক, রেজাউল হাসান, মোঃ রিফাত, মোঃ সফিক, আঃ আজিজ ত্বোহা, ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ শাওন, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন মহিলা দলের সভাপতি বিলকিছ বেগম, সাধারণ সম্পাদক মির্জা পারুল, ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আকবর হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়