রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে বন্যার্তদের মাঝে জালাল আহমেদের ত্রাণ সামগ্রী বিতরণ

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

মানুষ মানুষের জন্য, এই শিক্ষার ধারাবাহিকতা বজায় রেখে ২৪ আগস্ট শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি জালাল আহমেদ সিআইপি। তাঁর পক্ষ থেকে সমাজসেবক মাইমুনা জালালের সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের প্রথমদিনে ফরিদগঞ্জ উপজেলার কেরোয়া, খুরুমখালী, হক মার্কেট, ভোটাল, চৌরাঙ্গী, আষ্টা, সাইসাঙ্গা, ফকির বাজার, গুপ্টি, বোয়ালিয়া ও খাজুরিয়া আশ্রয়ন কেন্দ্রের পানিবন্দি মানুষের মাঝে পৌঁছে দেয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

উল্লেখ্য, সিআইপি জালাল আহমেদ দীর্ঘ ২০ বছর ধরে ফরিদগঞ্জ উপজেলার গরিব-দুঃখী অসহায় মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছেন। এ বিষয়ে জানতে চাইলে জালাল আহমেদ সিআইপি মুঠোফোনে বলেন, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে বন্যায় পানিবন্দি মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। চারিদিকে দেখা দিয়েছে খাবার সংকট, তাই আমার পক্ষ থেকে শুকনো খাবার ও জরুরি ত্রাণ সামগ্রী ফরিদগঞ্জ উপজেলার নিম্ন আয়ের গরিব-দুঃখী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমার এই সমাজসেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়