শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শিক্ষার্থীর ব্যাকুল অপেক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, শিক্ষার্থীর ব্যাকুল অপেক্ষা
মিজানুর রহমান ॥

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দেশের স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেয়ার জন্যে তিনি নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হচ্ছে। তবে এজন্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পালন করতে হবে বিশেষ কিছু শর্ত।

আবার খোলার পর এসব শর্ত ঠিক মতো পালিত হচ্ছে কি না বা স্কুল খোলার পর করোনা সংক্রমণ পরিস্থিতি কেমন হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ।

শিক্ষা প্রশাসন স্কুল কর্তৃপক্ষকে মৌখিকভাবে খোলার প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে। কী প্রস্তুতি নিতে হবে, তা গত ফেব্রুয়ারিতেই জানানো হয়েছিলো। চাঁদপুরের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতেও খোলার প্রস্তুতি শুরু হয়েছে।

চাঁদপুর শহরের কয়েকটি স্কুলে সরেজমিন পরিদর্শন করে সোমবার দেখা যায়, ৮টি স্কুল কম-বেশি প্রস্তুতি নিয়েছে। পুরাণবাজার ২নং বালক সরকারি প্রথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ক্লাস শুরু করার সব প্রস্তুতি শিক্ষকরা নিয়ে রেখেছেন। স্কুলের দেয়াল রং করা হচ্ছে।

প্রধান শিক্ষক দুলাল গোস্বামী চাঁদপুর কণ্ঠকে জানান, যে কোনো সময় বিদ্যালয় খোলার ঘোষণা আসতে পারে, এমনটি ধরে নিয়ে তারা প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, আমাদের স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় ক’দিন যাবৎ শিক্ষকদের নিজ উদ্যোগে ক্লাস রুমসহ ভেতর এবং বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই অবস্থা মধুসূদন উচ্চ বিদ্যালয় ও পুরাণবাজার গার্লস্ স্কুলের। আগে থেকেই অ্যাসাইনমেন্টের জন্যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে আসা-যাওয়া অব্যাহত ছিলো। তারাও প্রস্তুত ক্লাস শুরু করার।

এ দুটি বিদ্যালয়ের ভবনের আঙ্গিনায় শেওলা জমেছে এবং ঘাস উঠেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সবকিছু পরিষ্কার করা হয়েছে। হাত ধোয়ার জন্যে রাখা হয়েছে তরল সাবান (হ্যান্ডওয়াশ) ও পানি।

মধুসূদন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সিহাব জানায়, স্কুল বন্ধ থাকায় বাসা বাড়িতে অনেক সময় কাটিয়েছি, এখন আর ভালো লাগে না। স্কুল খুললে আবার যাবার জন্যে ব্যাকুল হয়ে আছি। স্কুল খুললে ক্লাস শুরু হবে, ভালো লাগবে এবং সবার সাথে দেখা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়