রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০

খাল দখল ও ময়লার স্তূপ দেখে শাহরাস্তি পৌরসভা প্রশাসকের বিস্ময় প্রকাশ

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
খাল দখল ও ময়লার স্তূপ দেখে শাহরাস্তি পৌরসভা প্রশাসকের বিস্ময় প্রকাশ

প্রথম বারের মত দায়িত্ব নিয়ে শাহরাস্তি পৌরসভায় এসে খাল দখল ও ময়লার স্তূপ দেখে বিস্ময় প্রকাশ করেছেন নবাগত পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান। তিনি দায়িত্ব পাওয়ার পর গতকাল ২৪ আগস্ট শনিবার দুপুরে প্রথমবারের মত পৌর ভবনে আসেন। এ সময় কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ তাঁকে স্বাগত জানান। সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত।

পৌরসভার প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রথমেই কাউন্সিলরদের সাথে কুশল বিনিময় করেন। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়াও শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে গণমাধ্যমকর্মীদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পৌর ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

পৌর কাউন্সিলরদের আহ্বানে তিনি পৌর এলাকার কয়েকটি স্থান ঘুরে দেখেন। এ সময় তিনি খাল দখল ও যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপ দেখে বিস্ময় প্রকাশ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, পৌরসভার কাজ হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সকলের বসবাসের জন্যে উপযোগী শহর গড়ে তোলা। পৌরসভার ময়লা-আবর্জনার নির্দিষ্ট জায়গা না থাকলে পৌরসভার কী প্রয়োজন? এ সকল বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। এ সময় কাউন্সিলরবৃন্দ দাবি করেন, বিগত দিনগুলোতে পৌরসভার মেয়র তাদের মতামতের কোনো গুরুত্ব দেননি। অবৈধভাবে খাল দখলে বাধা দিলে তাদেরকে তোপের মুখে পড়তে হতো। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব তোফায়েল আহাম্মদ শেখ, শিক্ষক আলী আজগর মিয়াজী, কাউন্সিলর আঃ কুদ্দুস রানা, আবুল কাশেম, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়