প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে বন্যার্তদের মাঝে রোমান্স উইমেন কেয়ারের খাদ্য সামগ্রী বিতরণ
শাহরাস্তিতে বন্যা কবলিত এলাকায় অসহায় ও গরিব মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করেছেন জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা, শাহরাস্তি প্রেসক্লাবের একমাত্র নারী সদস্য ও রোমান্স উইমেন কেয়ারের স্বত্বাধিকারী রোমানা রুমকি।
২৪ আগস্ট শনিবার বিকেলে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর ও রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামে বন্যার্ত মানুষের কাছে উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী ও ঔষধ পৌঁছে দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য ফয়েজ আহমেদ, হাসান আহমেদ বাবলু, আহসান হাবিব পাটওয়ারী প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে এক সাক্ষাৎকারে এ নারী উদ্যোক্তা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যার্তদের জন্যে উপহার হিসেবে নিজ উদ্যোগে তিনি এ আয়োজন করেছেন।
এছাড়া তিনি বিগত করোনাকালীন সময়েও মানুষের পাশে ছিলেন। তিনি আরও জানান, এটি একটি অরাজনৈতিক উদ্যোগ। শুধুমাত্র নিজ দায়িত্ববোধ থেকে মানুষের পাশে থাকার জন্যে এ প্রয়াস।