রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুরে বন্যা পরিস্থিতিতে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে বন্যা পরিস্থিতিতে জেলা পুলিশের ব্যাপক প্রস্তুতি

অতি বৃষ্টির প্রভাবে বেশ কিছু উপজেলায় জলাবদ্ধতায় চাঁদপুরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলে তাতে সেবাদানে মাঠে কাজ করতে জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সাথে জেলার সর্বসাধারণকে নিরাপদ স্থানে চলে যাওয়াসহ সার্বিক বিষয়ে সজাগ থাকতে পুলিশের পক্ষ থেকেও জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে এই নির্দেশনা দেন জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।

তিনি বন্যা পরিস্থিতির প্রস্তুতি প্রসঙ্গে বলেন, জলাবদ্ধতাসহ বন্যায় দ্রুত উদ্ধার তৎপরতায় যেকোনো প্রয়োজনে জনসাধারণের পাশে আছে জেলা পুলিশ। যে কোনো ক্ষয়ক্ষতি এড়াতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। এর মধ্যে জরুরি উদ্ধার টিম প্রস্তুত রাখতে প্রতিটি থানা এলাকায় পুলিশ সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে প্রস্তুত করেছি। একই সাথে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালনা শুরু করে দিয়েছি।

পুলিশ সুপার সাইফুল ইসলাম আরও বলেন, চাঁদপুরের সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টিম মোতায়েন করা হয়েছে। যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। একই সাথে জেলা পুলিশের স্পিডবোট প্রস্তুত রাখা হয়েছে বন্যায় মানুষের সহায়তায়। পুলিশ ছাড়াও অন্যান্য জরুরি সেবা প্রদানকারী সংস্থার সাথে ঘনিষ্ঠ সমন্বয় রক্ষা করছি। আমরা স্থানীয় সাধারণ জনগণকে অনুরোধ করছি যেনো তারা আমাদের নির্দেশনা মেনে চলেন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন। তাছাড়া নিজ নিজ থানার ওসিদের নাম্বার সংগ্রহে রাখার পাশাপাশি জেলা পুলিশের দ্রুত সহায়তা পেতে হটলাইন নম্বরে ০১৩২০-১১৬৮৯৮ অথবা জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করতে অনুরোধ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়