শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০

মেঘনার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচে

বাঁধ ভেঙ্গে যাওয়ার গুজবে কান না দিতে অনুরোধ

স্টাফ রিপোর্টার ॥
মেঘনার পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচে

ভারী বৃষ্টি এবং উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলা হঠাৎ বন্যার কবলে পড়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ২৪ ঘণ্টায় বৃষ্টি কমে আসবে। কয়েকদিনের টানা বৃষ্টির কারণে চাঁদপুরের বিভিন্ন উপজেলার বহু ইউনিয়নের বাসিন্দারা বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছেন এবং বিশুদ্ধ পানি ও খাদ্যের সঙ্কটে ভুগছেন। চাঁদপুরের মেঘনা নদীর পানি বিপদসীমার এখনো ৩০ সেন্টিমিটার নিচে রয়েছে। তাই কেউ কোনো প্রকার আতঙ্কে ভুগবেন বা গুজবে কান দেবেন না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে।

২৩ আগস্ট শুক্রবার রাতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম মেঘনার পানি বিপদসীমার নিচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ‘চাঁদপুরে মাইকিং হচ্ছে, মেঘনা নদির পানি বিপদসীমার উপরে। যে কোন সময়ে বাঁধ ভেঙ্গে যেতে পার। সবাই সতর্ক হোন।’ পরে বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবগত করলে দপ্তরটির নির্বাহী প্রকৌশলী এটি স্রেফ গুজব বলে এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন।

জহুরুল ইসলাম আরও বলেন, চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি)-এর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চর বাগাদীতে কয়েকটি স্থানে ছোট ছোট গর্ত হয়েছে। তা সংস্কার করা হয়েছে। কুমিল্লার পানি চাঁদপুরের মেঘনা দিয়ে নামলেও হয়তো পানির লেভেল কিছুটা বাড়তে পারে। তবে এখনো এ জেলা শঙ্কামুক্ত। এছাড়া ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচরসহ অন্যান্য স্থানে বৃষ্টির কারণে জলাবদ্ধতায় মানুষ বিপাকে। সেটিও বন্যার পানি নয়। আমরা অন্য নদীগুলোর পানির লেভেল পরিমাপ না করলেও সেটিও চাঁদপুরের জন্যে বিপদজ্জনক নয় বলে খবরাখবর রাখছি।

এদিকে মাইকিং করার বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা যায়, আবহাওয়া ও ত্রুটি জনিত কারণে শনিবার চাঁদপুর শহর ও হাইমচরে সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। সেটিই সংশ্লিষ্ট বিভাগ জনসাধারণকে মাইকিং করে ঘুরে ঘুরে জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়