শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শামছুল ইসলাম মন্টু

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শামছুল ইসলাম মন্টু

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চাঁদপুরের বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডঃ সামছুল ইসলাম মন্টু। চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান গত ২০ আগস্ট তাকে এ নিয়োগপত্র প্রদান করেন। তবে এটি সাময়িক দায়িত্ব প্রদান।

এই আদালতের বিশেষ পিপি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু মৃত্যুবরণ করায় বিশেষ পিপি হিসেবে নিয়োগ পেয়েছিলেন অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন । গত দুদিন আগে আব্দুল্লাহ আল মামুন বিশেষ পিপির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এর প্রেক্ষিতে Legal Remembrancer's Manual ' ১৯৬০-এর অধ্যায়-২-এর ২৭(১৭এ) বিধি এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯২ (২) ধারা মতে চাঁদপুর জেলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডঃ শামছুল ইসলাম মন্টুকে বিশেষ পিপি হিসেবে সাময়িক নিয়োগ প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট।

নবাগত বিশেষ পিপি অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু গতকাল ২১ আগস্ট বুধবার বিশেষ পিপি হিসেবে যোগদান করেন। এদিন বিকেলে তিনি জেলা ম্যাজিস্ট্রেট, জেলা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ )-এর বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। অ্যাডঃ শামছুল ইসলাম মন্টু বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পাওয়ায় আইনজীবীরা আনন্দ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়