শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর থেকে গতকাল ১২টি লঞ্চ ছেড়েছে

অনলাইন ডেস্ক
চাঁদপুর থেকে গতকাল ১২টি লঞ্চ ছেড়েছে

চাঁদপুর-ঢাকা নৌ-পথে লঞ্চ চলাচল শুরুর তৃতীয় দিনে ২৪টির মধ্যে ১২টি লঞ্চ চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এদিকে চাঁদপুর-ঢাকা নৌ-পথে নাশকতা প্রতিরোধের আশংকায় নৌ-পুলিশ যাত্রীদের নিরাপত্তায় শরীর ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠতে দিচ্ছেন।

চাঁদপুর নৌ-বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোঃ বছির আলী খান জানান, গত বুধবার চাঁদপুর নৌ-টার্মিনাল থেকে দু’টি ও বৃহস্পতিবার ৮টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল থেকে নির্ধারিত সময়ে চাঁদপুর থেকে লঞ্চ চলাচল করেছে। ঢাকায় কারফিউ থাকার কারণে চাঁদপুর থেকে বিকেল ৬টার পর কোন লঞ্চ ঢাকা অভিমুখে ছেড়ে যায়নি। দেশের চলমান পরিস্থিতির কারণে চাঁদপুর থেকে ঢাকা ও ঢাকা থেকে চাঁদপুর দিনের আলোয় লঞ্চ চলাচল করছে। রাতে চাঁদপুর থেকে কোন লঞ্চ ঢাকা অভিমুখে যাত্রা করে না।

চাঁদপুর-ঢাকা নৌ-পথে পূর্বের নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র চাঁদপুর নৌ ট্রাফিক বিভাগের সমন্বিত সিদ্ধান্তে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়।

গতকাল শুক্রবার সকাল থেকে পূর্ব নির্ধারিত সময়ে বিকাল ৬টা পর্যন্ত চাঁদপুর ঘাট থেকে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ১২টি লঞ্চ ছেড়ে গেছে।

চাঁদপুর নৌ বন্দরের ট্রাফিক পরিদর্শক শাহ আলম বলেন, যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের নির্দেশনায় সকাল থেকে বিকেল ৬টা পর্যন্ত ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। বিকাল ৬টার পরে নির্ধারিত সময়ের লঞ্চগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। গতকাল ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে কোন লঞ্চ ছেড়ে আসেনি। তবে আজকে সকাল থেকে রাত ৯টা পর্যন্ত সদরঘাট থেকে যাত্রী নিয়ে ১০টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসবে। এরপর আর লঞ্চ আসবে না এবং চাঁদপুর থেকেও ছেড়ে যাবে না।

লঞ্চ মালিক প্রতিনিধি মোঃ আলি আজগর সরকার জানান, এ পথে বিগত সময়ের মত যাত্রীর চাপ নাই বললেই চলে। ঢাকায় কারফিউ ও নাশকতার আশংকায় যাত্রী স্বাভাবিকের চাইতে কম যাতায়াত করছে।

চাঁদপুর নৌ থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, চাঁদপুর নৌ-টার্মিনালে সকাল থেকে বিকেল পর্যন্ত লঞ্চ চলাচলের সময় নাশতকা প্রতিরোধে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে যাত্রীদের দেহ ও ব্যাগ তল্লাশি করে লঞ্চে উঠানো হচ্ছে। নৌ-টার্মিনালে ব্যাপক নৌ-সদস্য উপস্থিত রাখা হয়েছে। এভাবে নৌ-পুলিশ তাদের দায়িত্ব অব্যাহতভাবে পালন করে যাবে।

চাঁদপুর নৌ বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মোঃ বছির আলী খান বলেন, স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে লঞ্চগুলো চাঁদপুর ঘাট থেকে ছেড়ে যাচ্ছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত লঞ্চ সীমিতভাবে চাঁদপুর ঘাট থেকে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ব নির্ধারিত সময়সূচির আলোকে সকল লঞ্চ চলাচলের ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়