শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:২৪

শনিবার চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

স্টাফ রিপোর্টার
শনিবার  চাঁদপুর  শহরের বিভিন্ন  এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
ছবি : সংগৃহীত

প্রকল্প সংক্রান্ত উন্নয়নমূলক কাজের জন্যে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চাঁদপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিবিব্যউপ্র, কুমিল্লা জোন, বিউবো, কুমিল্লা প্রকল্পের উন্নয়নমূলক জরুরি কাজের জন্যে অত্র দপ্তরের আওতাধীন চাঁদপুর শহরের নতুন বাজার বালুর মাঠস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ১১ কেভি নতুন বাজার, কোল্ডস্টোর, লোকাল, সিএসডি, বিপণীবাগ, ষোলঘর, বাবুরহাট, ৩৩ কেভি মেঘনা ফিডারে শনিবার (১৯/১০/২০২৪) সকাল ৮টা হতে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এমতাবস্থায়

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুর-এর উল্লিখিত ফিডারের আওতাধীন ২৫০ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতাল, নতুন বাজার, কালীবাড়ি, চিত্রলেখা, ছায়াবাণী, বাসস্টেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, ওয়্যারলেস, ফিশারী গেট, বড় স্টেশন, লঞ্চঘাট, পালবাজার ইত্যাদি এলাকাসহ বিউবো'র আওতাধীন এলাকায় উল্লিখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিউবো'র সার্বিক কার্যক্রমে অংশীজনের সহযোগিতা একান্ত কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়