রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ০০:০০

বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

চাঁদপুরে পুলিশের সতর্ক অবস্থানের মধ্যেই কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার নামাজ আদায় করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার (১৭ জুলাই) বাদ আসর চাঁদপুর শহরের চিশতিয়া মসজিদ সংলগ্ন চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ ও জেলা ডিবি পুলিশ মোতায়েন ছিল সেখানে।

চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে গায়েবানা জানাজা পড়ান ওলামা দলের নেতা মাওলানা বিন ইয়ামিন।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বলেন, ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনটি একটি জনদাবিতে পরিণত হয়েছে। বিএনপি জনগণের দল। তাই বিএনপি এই জনগণের পক্ষে সমর্থন দিয়ে আজকে থেকে মাঠে নেমেছে।

তিনি বিএনপির প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ছাত্রদের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ছাত্রদের পাশে থাকবো। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তিপূর্ণভাবে ছাত্রদের পাশে অবস্থান করবো।

গায়েবানা জানাজায় শরিক হন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শামসুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল পাটোয়ারীসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী।

এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়