প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গতকাল ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি। এর পূর্বে তিনি জেলা ও সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, পিপিএম (বার), চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আঃ ছাত্তার, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য প্রমুখ।