প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ২২টি পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও অর্থ সহায়তার চেক বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি। তিনি ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ১৪টি ইউনিয়নের ২২টি পরিবারের মাঝে ৩০ বান্ডেল টিন (গৃহনির্মাণ সামগ্রী) ও প্রতি পরিবারকে ৩ হাজার টাকার নগদ চেক তুলে দেন।
এ সময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, পিপিএম (বার), উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।