প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০০:০০
আশিকাটি ইউনিয়নে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ প্রচারে লিফলেট বিতরণ
‘সঞ্চয় সমৃদ্ধি আনে’ এই শ্লোগানে জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধকরণে লিফলেটের মাধ্যমে প্রচার কার্যক্রম করেছে চাঁদপুর জেলা সঞ্চয় অধিদপ্তর।
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে জেলা সঞ্চয় অফিসের প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ৩ জুলাই বুধবার দুপুরে জেলা সঞ্চয় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম আশিকাটি ইউনিয়নে গিয়ে এই প্রচার কার্যক্রম শুরু করেন।
এ সময় তিনি আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, ইউপি সচিব আবু বক্কর মানিক ও ইউপি সদস্যদের সাথে সঞ্চয়পত্রের বিভিন্ন রেট, প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বিশদ আলোচনা করেন।